স্বাধীন কন্ঠ ডেস্ক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন, সেটা আমি সম্পূর্ণ সমর্থন করি। আমি এটাকে এভাবে দেখি– একজন ক্রিকেটার সে ওখানে যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, তাহলে আমার টিম যাবে, শুধু শুধু টিম যাবে না, টিমের সমর্থক যাবে খেলা দেখতে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, আমরা কী করে বিশ্বাস করবো যে, তারা নিরাপদ থাকবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে একটা বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার পরিপ্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সেই হিসেবে আমরা খেলবো কিন্তু ভারতের বাইরে খেলবো।
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছু নেগেটিভ প্রভাব তো থাকবেই। কিন্তু হাতে ধরে আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে; সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়াতে। কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন, আমাদের স্বার্থ না যাওয়াতে। আমরা আমাদের লোকটাকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে স্বার্থ থাকে, আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি চাল রফতানি করে আমাদের ব্যবসায়ীরা কিনে বিক্রি করে তাতে আমি কোনও সমস্যা দেখি না।
এ সময় তিনি জানান, মিশনের নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে ভিসা ইস্যু বন্ধ রাখতে বলা হয়েছে।




