স্বাধীন কন্ঠ ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের সদস্য হবেন। এ সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশের ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন করা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে, এটা চূড়ান্ত অনুমোদন হয়নি। আর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এনডিসি থ্রি ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশন হবে, সেই কমিশনের সদস্য হিসেবে এটা খুব একটা মাইনর চেঞ্জ এই আইনে। এখন থেকে যিনি রিটায়ার্ড করলেন চিফ জাস্টিস, তিনিও একজন সদস্য হিসেবে ইনক্লুডেড হবেন।




