নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের প্রথম জানাজা সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

রাজধানীর কাওরান বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এর আগে দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সেখান থেকে মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

জানাজায় কেন্দ্রীয় ও মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন– বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।

জানাজা শেষে মুসাব্বিরের মরদেহ কাওরান বাজারে তার বাসভবন গার্ডেন ভিউতে নেওয়া হয়েছে। সেখান থেকে পরে কাওরান বাজারে আছর নামাজের পর দ্বিতীয় জানাজার শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় কাওরান বাজারের স্টার গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়ও তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।