যশোরে গৃহবধু নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের তরফদার নওয়াপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষ পান করে পিংকি (১৭) নামে এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পিংকি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের তরফদার নওয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টার সময় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ বাড়িতে বিষ পান করেন পিংকি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বিকাল ৪ টা ১০ মিনিটে পিংকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।