স্বাধীন কন্ঠ ডেস্ক
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টায় গুলশান চেয়ারপারসন অফিসে বৈঠকটি হবে।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ধারণা করা হচ্ছে, বৈঠকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর, মনোনয়ন ও চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত আসতে পারে।
আগামী রবিবার থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফরে যাবেন তারেক রহমান। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলা এই সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এসব জেলার রয়েছে মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।




