স্বাধীন কন্ঠ ডেস্ক
নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই এবং জনগণের কাছে প্রত্যাখ্যাত একটি গোষ্ঠী অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “দেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই এবং নির্বাচনই একমাত্র পথ। দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, অতি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলাওয়াত করা হয় এবং শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



