যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যানজট নিরসন, দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। শুক্রবার সকালে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিন যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এতে করে শিক্ষার্থী, কর্মজীবীসহ সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে ট্রাফিক আইন কার্যকর করতে হবে। সাথে সাথে অবৈধ দখলকৃত ফুটপাত দখলমুক্ত নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ফুটপাত দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছে।যে কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সাকিরুল করীম মিল্টন, আব্দুল ওহাব মুকুল, জাহিদুল কবির লিটন, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) যশোর জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব মো. সাকিব রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও বি এম সাগর হোসাইন, যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসেন, এম এম রাফিকুল হাসান এবং মনিরামপুর উপজেলার সদস্য সচিব জোবায়ের নাইমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে যশোর শহরের যানজট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।