যশোরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’এই স্লোগানকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪০০ থেকে ৫০০ জন সনাতন জনগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী রাষ্ট্র। এখানে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার এটাই আমাদের রাজনৈতিক দর্শন।

সভায় সভাপতিত্ব করেন যশোর জজকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সনাতনসহ সকল ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়।