দৈনিক ‘নতুন সকালের বার্তা’র প্রকাশনা উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

একটি নতুন সকাল যেমন নতুন আলো নিয়ে আসে, তেমনি সত্য ও মানুষের পক্ষে কথা বলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো দৈনিক নতুন সকালের বার্তা। সত্যনিষ্ঠা, সাহসী উচ্চারণ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শনিবার পাঠকের হাতে পৌঁছেছে নতুন এই দৈনিকটি।

সংবাদপত্রের গণ্ডি পেরিয়ে মানুষের জীবন, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে যুক্ত হওয়ার প্রত্যয়ে নতুন সকালের বার্তা নিরব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে চায়। উপেক্ষিত জনপদের কথা তুলে ধরা এবং চাপা পড়ে থাকা সত্য সাহসের সঙ্গে প্রকাশ করাই এ পত্রিকার মূল লক্ষ্য। “সবার কথা বলে”—এই দর্শনকে সামনে রেখে শহর ও গ্রামের সমান বাস্তবতা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শনিবার সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। এ সময় তিনি উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, সংবাদপত্র যদি মজলুমের পক্ষে না থাকে, মানুষ সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। সত্য ও দায়িত্বশীলতার ভারসাম্য বজায় রেখে সাংবাদিকতা করলে একটি পত্রিকা টিকে থাকে। তিনি সাংবাদিকদের নৈতিকতা ও দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। তিনি বলেন, নতুন স্বাধীনতার যে বার্তা আমরা দিতে চাই, সেটাই প্রকাশ করবো। লাভের উদ্দেশ্যে নয়, সৎ সাংবাদিক তৈরির লক্ষ্যেই এই পত্রিকার যাত্রা।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা বলেন, অসংখ্য পত্রিকার ভিড়ে নতুন সকালের বার্তা একটি নতুন কুঁড়ি। পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারলে এটি পূর্ণতা পাবে।

আরও বক্তব্য রাখেন পত্রিকার পরিচালনা পর্ষদের সদস্য মতিয়ার রহমান। তিনি বলেন, সত্যের কোনো ক্ষয় নেই। সত্য লিখলে একটি পত্রিকা কখনো ধ্বংস হয় না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব। তিনি বলেন, আমরা নির্দিষ্ট গোষ্ঠীর পত্রিকা হতে চাই না। গণমানুষের কণ্ঠস্বর হয়ে সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরাই আমাদের লক্ষ্য।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ অনেকে।

বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব অনেক বেড়েছে। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের সত্য তুলে ধরাই একটি পত্রিকার মূল কাজ। নতুন সকালের বার্তা সেই লক্ষ্য নিয়েই পথচলা শুরু করেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর আমিনীয়া আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।