যশোরে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টারের একটি বিশেষ দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক সাকিব হাসান ওই এলাকার বাসিন্দা এবং আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র র‍্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব আরও জানায়, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং অবৈধ অস্ত্র চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।