যশোরে প্রাথমিক শিক্ষা অফিসারের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে নির্দোষ দাবি করে রাজপথে নেমেছেন যশোরের প্রাথমিক শিক্ষকরা। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং তদন্ত টিমের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঢাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন তিন সদস্যের একটি তদন্ত টিম যশোরে পৌঁছায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই টিমে আরও রয়েছেন উপ-পরিচালক তাপস অধিকারী ও খুলনার সহকারী পরিচালক ফজলে রহমান। তদন্ত দলটি যশোর সার্কিট হাউজে অবস্থান করে আন্দোলনরত শিক্ষক নেতা এবং ঘটনার বাদী নূর নবীর সাথে পৃথকভাবে কথা বলেন।

সকালে শিক্ষকরা সার্কিট হাউজে তদন্ত টিমের কাছে আশরাফুল আলমকে নির্দোষ দাবি করে লিখিত তথ্য প্রদান করেন। এরপর দুপুরে যশোর প্রেসক্লাব প্রাঙ্গণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, শাহিনুর রহমান ও আব্দুল জব্বার অভিযোগ করেন, “জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। নূর নবী নামের এক ব্যক্তির সাজানো ফাঁদে তাকে আটক করা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, শিক্ষকরা তাদের প্রিয় কর্মকর্তার মুক্তির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে রয়েছেন। যেহেতু তদন্ত চলছে, তাই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।