চৌগাছা থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা থানায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপার, যশোর মহোদয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌগাছা থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।

শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিভিন্ন অপরাধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে। গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম গ্রাম পুলিশের কাছ থেকেই সাড়া পায়। তিনি গ্রাম পুলিশের এই অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, যশোরের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ এবং চৌগাছা থানা এলাকায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা।