যশোরে ১৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক দুই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ওই এলাকার ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’ সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা সকিনা আক্তার ও শুকতারা বেগম। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছেন।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদ আসে যে কক্সবাজার থেকে একটি বড় মাদকের চালান যশোরে প্রবেশ করছে। এরই ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি চৌকস দল রাজারহাট এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন দুই নারী বি. কে. সিটি হোটেলের সামনে পৌঁছালে তাদের তল্লাশি করা হয়। এসময় একজনের কাছ থেকে ৮ হাজার এবং অন্যজনের কাছ থেকে ৬ হাজার— মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃতরা মূলত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে যশোরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তাদের গতিবিধি আগে থেকেই পর্যবেক্ষণ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে অভিযানটি পরিচালনা করতে সক্ষম হই।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মাদকের এই বিশাল চালানের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে প্রশাসন।