স্বাধীন কন্ঠ ডেস্ক
আমি কোনো রক্ষিতা নই। আমি একজন মা, আমার একটি সন্তান রয়েছে। আমাকে বেঁচে থাকতে দিন—এই আর্তনাদ জানিয়ে সাবেক স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন নওয়াপাড়া ইউনিয়নের নওদাগ্রাম এলাকার বাসিন্দা জেরিন সুলতানা।
বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সাবেক স্বামী জহিরুল ইসলাম এবং তার ঘনিষ্ঠজনেরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জেরিন অভিযোগ করেন, যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের মৃত জড়ান বিশ্বাসের ছেলে তার সাবেক স্বামী জহিরুল ইসলাম এবং তাদের প্রতিবেশী আলী কদর ও জিয়া রহমান তাকে নিয়ে চরম মানহানিকর বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, মিথ্যা মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জেরিন সুলতানা বলেন, আলী কদর ও জিয়া রহমান আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। আমি রাজি না হওয়ায় তারা আমার মোবাইল নম্বর অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়। পাশাপাশি আমার স্বামীর কানে নানা কথা ঢুকিয়ে আমার সংসার ভেঙে দিয়েছে।
বর্তমানে সন্তানকে নিয়ে আলাদা বসবাস করছেন জানিয়ে তিনি আরও বলেন, হাউলী গ্রামে চলমান একটি জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অথচ সেই বিরোধকে কেন্দ্র করে গত ২৬ ডিসেম্বর ২০২৫ বিকেলে হাউলী গ্রামে একটি তথাকথিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আলী কদর, জিয়া রহমান ও তার সাবেক স্বামী ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে তাকে সাবেক ফুফা শ্বশুর মহিনুর ইসলামের ‘রক্ষিতা’ বলে আখ্যা দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও কুৎসিত অপপ্রচার বলে দাবি করেন জেরিন। ওই ঘটনার পর থেকে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জেরিন বলেন, আমি একজন নারী ও একজন মা। আজ আমার সম্মান, নিরাপত্তা—সবকিছুই হুমকির মুখে। আমি এই অপপ্রচার আর নির্যাতন থেকে মুক্তি চাই।
এ সময় তিনি গণমাধ্যম ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনার পাশাপাশি প্রশাসনের কাছে নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।




