সিটি করপোরেশন ১২ মাসের বেশি কর্মীদের বেতন না দিতে পারলে, তাদের পরিষদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদি হাসান বিশেষ প্রতিনিধি:- যেসব সিটি করপোরেশন ১২ মাসের বেশি কর্মীদের বেতন দিতে পারবে না, তাদের পরিষদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব করেছেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

আজ রবিবার(১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে নগর পর্যায়ে স্থানীয় সরকার শক্তিশালীকরন প্রকল্প নিয়ে আলোচনা সভায় এ প্রস্তাব দেন মন্ত্রী।

এর আগে সিটি করপোরেশনের মেয়ররা নানা সমস্যা তুলে ধরে সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ চান।

অনুষ্ঠানে ইউএনডিপি প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী পরিকল্পিত নগরায়ণে দূষণ, জনস্বাস্থ্য ও স্থিতিশীল পরিবর্তনের ওপর জোর দেন।

স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বগুড়া সিটি মেয়রসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।