দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৮ হাজার ৬শ’ ৪২ জনের।


স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১৮ হাজার ৯শ’ ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে এক হাজার ৮’শ ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মোট শনাক্ত ৫ লাখ ৬৬ হাজার ৮শ’ ৩৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ’ ১৮জন। মোট সুস্থ ৫ লাখ ১৯ হাজার ১শ’ ৪১ জন।

এদিকে, নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য চার শতাংশ।

অন্যদিকে, করোনা সংক্রমণ বাড়ায় বিভিন্ন করোনা পরীক্ষা কেন্দ্রে বাড়ছে ভিড়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বড় বিপর্যয় এড়াতে এখনই সরকারকে কঠোর হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।