শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া// ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।সোমবার (২৬শে এপ্রিল) প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মুফতী শামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এই তথ্য জানা যায়।বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন- আশেকে এলাহী, মিজবাহ উদ্দিন, আবু হানিফ, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানউদ্দিন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, শিব্বির আহমদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।ওই বহিষ্কারাদেশে বলা হয়, ‘জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ২০২০/২১ শিক্ষাবর্ষের ছাত্রদের অত্র জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫নং ধারায় মাদ্রাসার রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধা উপেক্ষা করে গত ২৬শে মার্চ সরকারি স্থাপনায় হামলার সংবাদের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হলো।’উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে গত ২৬শে থেকে ২৮শে মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয় তারা। তাণ্ডবের ঘটনা চলাকালে সদর থানা থেকে মার্কিং করে আন্দোলনকারীদের প্রতিহত করার স্থল তাদেরকে থানায় আক্রমণ না করার জন্যে অনুরোধ করা হয়। এরই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা শহরে তাণ্ডব চালায়।এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে ব্রাহ্মণবাড়িয়া সুধি সমাজের মাঝে। তাণ্ডবের ঘটনায় মোট ৫৬ মামলা দায়ের হয়েছে।




