অবিলম্বে রাজনৈতিক বন্দি ও লঘুদণ্ডে দণ্ডিত অপরাধীদের মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

করোনা মহামারি রোধে অবিলম্বে রাজনৈতিক বন্দি ও লঘুদণ্ডে দণ্ডিত অপরাধীদের মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দেশের কারাগার সমূহে করোনাভাইরাসের সংক্রমণের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে এ দাবি জানান। এতে, সম্প্রতি সারাদেশ থেকে গ্রেপ্তারকৃত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ধারণক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি বন্দি থাকায় কারাগারে স্বাস্থ্যবিধি মানা বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। যার ফলে কারাগারগুলো করোনাভাইরাস সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছে।’এমতাবস্থায় উচ্চ আদালতের চূড়ান্ত বিচারে চাঞ্চল্যকর মামলায় অপরাধী ছাড়া রাজনৈতিক বন্দি ও লঘুদণ্ডে দণ্ডিত অপরাধীদের মানবিক বিবেচনায় জামিন দেয়া হলে করোনার এই ভয়াবহ পরিণতি থেকে বন্দিরা রক্ষা পেতে পারে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।