মতিন নাটোর জেলা প্রতিনিধি// নাটোরের প্রয়াত সংসদ সদস্য শংকর গোবিন্দ চৌধুরীর মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিয়ে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে, শহরের মাদ্রাসা মোড় এলাকা এবং স্টেশন বাজার এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে উমা চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস।ইফতার সামগ্রী বিতরণকালে উমা চৌধুরী ডেইলি বাংলাদেশ টুডে কে জানান, প্রতিবছরই তার বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা একসঙ্গে করে দুস্থ ও অসহায় মানুষের সহায়তা করে থাকেন।এবারেও তার মুক্তিযোদ্ধা ভাতা দেড় লক্ষাধিক টাকা একসঙ্গে করে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলো।




