মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা-ফোর্ডনগর সড়কের কাঠ বাগান সংলগ্ন এলাকায় জনৈক শাহীনের চায়ের দোকানের সামনে ডাকাতির ঘটনায় পুলিশ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে এবং লুণ্ঠিত একটি মিশুক গাড়ি উদ্ধার করেছে।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পদ্মছড়া (করঞ্জি) গ্রামের বিল্লাল হোসেনের পুত্র শাকিল (২৪), বানিয়াল পালশা গ্রামের আমিনুল ইসলামের পুত্র জুয়েল (২২), ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ঘোষপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র লিটন ওরফে মামুন (৪৪) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গনকপাড়া গ্রামের মাইনুদ্দিনের পুত্র সাইফুল (২৬)।গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই সাভার-আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এস আই মোঃ আঃ রহিম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাভার ও আশুলিয়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গত বুধবার (২৮ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে লুন্ঠিত মিশুকগাড়ি ও ডাকাতির কাজে ব্যবহ্নত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে শাকিল ,জুয়েল ও লিটন বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর ডাকাত সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর চেষ্টা অব্যাহত আছে বলে তদন্ত কর্মকর্তা জানান।উল্লেখ্য, গত ২০ এপ্রিল দিবাগত গভীর রাতে ধল্লা-ফোর্ডনগর সড়কের দক্ষিণ ধল্লা গ্রামের জনৈক শাহীনের চায়ের দোকানের সামনে ডাকাতির ঘটনা ঘটে।এতে ৪টি মোবাইল সেট, একটি মিশুকগাড়ি, একটি পিকআপ ও নগদ টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা।




