ফেরিঘাটে হুড়োহুড়িতে ৫ জন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিপ্লব মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি// শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী ফেরি থেকে নামার সময় চাপ ও হুড়োহুড়িতে ৫ জন নিহত, আহত বেশ কয়েকজন।শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ-পরান বাংলাবাজার ঘটে আগ ভিড়লে যাত্রীদের চাপ ও হুড়োহুড়িতে ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার সকাল সাড়ে ১১টার দিতে এ ঘটনা ঘটে।ঘাট ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে যাত্রী বোঝাই করে শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহ-পরান ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টায় বাংলাবাজার ৩ নং ফেরি ঘাটে নোঙর করে ফেরিটি। এ সময় অতিরিক্ত যাত্রী থাকায় নামার সময় তাড়াহুড়ো করায় পাঁচজন নিহত হয়। নিহত যাত্রীদের মধ্যে আনচুর মাতুব্বর নামে এক কিশোর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে পুলিশ এসে আনচুরের মরদেহ উদ্ধার করে।