ইসরায়েল-ফিলিস্তিন পাল্টাপাল্টি রকেট হামলায় উত্তেজনা বাড়ছে, রাতভর দু’পক্ষের হামলায় ৩৫ ফিলিস্তিনি আর ৫ ইসরায়েলি নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক// ইসরায়েল-ফিলিস্তিন পাল্টাপাল্টি রকেট হামলায় উত্তেজনা বাড়ছে, রাতভর দু’পক্ষের হামলায় ৩৫ ফিলিস্তিনি আর ৫ ইসরায়েলি নিহতহ য়েছেন।তেল আবিবের কাছে লোদ শহরে আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষের পর জরুরি অবস্থা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।রাতভর রকেট হামলায় কেঁপেছে গাজা উপত্যকা। মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজায় একটি ১৩তলা ভবন ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন। ইসরায়েলের দাবি, তাদের হামলায় বেশ কয়েকজন হামাস নেতা নিহত হয়েছে।প্রতিবাদে হামাস ও গাজার সশস্ত্র সংগঠনগুলো তেল আবিব ও বিরশেবা এলাকায় রকেট হামলা চালায়। তেল আবিব শহরের বাসিন্দাদের ভীত-সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়। আহত অনেককে নেয়া হয় হাসপাতালে। বুধবার ভোরেও ফিলিস্তিনে বিভিন্ন ভবনে হামলা হয়েছে।হামাস নেতাদের অভিযোগ, কোনো উস্কানি ছাড়াই হামলা চালাচ্ছে ইসরায়েল।হামাস নেতা ইসমাইল হানিয়েহ বলেন, ‘ইসরায়েল আগুন লাগিয়েছে। তারা সংঘাত বাড়াতে চাইলে প্রতিরোধের জন্য প্রস্তুত ফিলিস্তিন। এই হামলার পেছনে যারা রয়েছে তাদের আমরা এই বার্তা দিতে চাই।’এদিকে, তেল আবিবের কাছে লোদ শহরে একটি সিনাগগে আগুন দেয়ার খবরে আরব ও ইহুদিদের তুমুল সংঘর্ষ হয়েছে। শুক্রবার আল আকসা মসজিদের সামনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।