বগুড়া জেলা প্রতিনিধি// জোরপূর্বক টাকা হাতিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় নানিকে ছুরিকাঘাতে হত্যা।টাকা না পাওয়ায় নানিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে নাতি ইয়াকুব। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে নিহত আছিয়া বেওয়ার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পরপরই আসামি ইয়াকুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা যায় গতকাল মঙ্গলবার ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার ঘরে ঢুকে ৩০ হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে নিহতের নাতি ইয়াকুব আলী।সম্প্রতি বৃদ্ধা আছিয়া তার পালিত গরু বিক্রি করে ৩৫ হাজার টাকা। সেখান থেকে অসহায় এক নিকট আত্মীয়কে ৫ হাজার টাকা। এ খবরেই ক্ষুব্ধ হয় আছিয়ার নাতি ইয়াকুব আলী। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কৌশলে সে টাকা হাতিয়ে নিতেই নানি আছিয়া বেওয়ার ঘরে প্রবেশ করে। ডিম দিয়ে ভাত খাওয়ার কথা বলে নানিকে ডিম কিনতে দোকানে পাঠান। আছিয়া বেওয়া ডিম কিনে ফিরে দেখতে পান ইয়াকুব তার আলমারী ভাঙার চেষ্টা করছে। এ সময় তাকে বাধা দিতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে পকেট থেকে ছুরি বের করে নানির গলায় ছুরিকাঘাত করে ইয়াকুব। এরপরই পালিয়ে যায় ইয়াকুব।প্রতিবেশীরা আছিয়া বেওয়াকে উদ্ধার করলেও অতিরিক্ত রক্ষরণেই তার মৃত্যু হয়। ঘটনার পর, মঙ্গলবার রাতেই পুলিশ ইয়াকুবকে আটক করে। পরে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব ঘটনার সত্যতা স্বীকার করে । তার দেয়া বিবরণ অনুযায়ী ঘটনাস্থল হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকুটি উদ্ধার করা হয়।




