গরু চুরির ঘটনায় গণপিটুনিতে এক যুবক নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মিতু সরকার পটুয়াখালী জেলা প্রতিনিধি// পটুয়াখালীর গলাচিপায় গরু চুরির ঘটনায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।নিহত আল আমিন সরদার (২৬) উপজেলার চরকাজল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের অলিল সরদারের ছেলে। এ ঘটনায় জলিল দর্জি ও ইব্রাহীম দর্জি নামের ২ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে চরকাজল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের গ্যাস ফিল্ড বাজার সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশের সড়কে পানপট্টি থেকে চুরিকৃত ২টি গরু নিয়ে অবস্থান করা অবস্থায় এলাকাবাসী আল আমিনকে দেখতে পায়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে রাতের অন্ধকারে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে, বুধবার (১২ মে) সকালে গলাচিপা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে। চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়েছে।