ইটভাটার ম্যানেজারকে হত্যা করে টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা.ওমর সিলেট জেলা প্রতিনিধি// সিলেটের বালাগঞ্জে ইটভাটার ম্যানেজারকে হত্যা করে টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।আজ শুক্রবার দুপুরে বালাগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গহরপুর-রতনপুর ব্রিকস ফিল্ডে এই ঘটনা ঘটে।নিহতের স্বজনরা জানান, জুমার নামাজের পর কে বা কারা ম্যানেজার ধীমান পালকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে ইটভাটার মালিকপক্ষের লোজকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ইটভাটা অফিস থেকে টাকা লুটে নেয় খুনিরা।বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবরে অনুসন্ধানে নেমেছেন তারা। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।