ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সম্প্রতি চালানো হামলায় কোর অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখবে জাতাসংঘ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক// ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সম্প্রতি চালানো হামলায় কোর অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখবে জাতাসংঘের মানবাধিকার কাউন্সিল।এ বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে ভোটাভুটি হয়। ৪৭ সদস্য দেশের ফোরামে ২৪টি দেশ এই তদন্ত শুরুর পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে দিয়েছে ৯টি। বাকি ১৪টি দেশ ভোটদানে বিরত থাকে।মানবাধিকার কাউন্সিলে অনুমোদিত প্রস্তাবে ইসরায়েল, গাজা, এবং দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অধিকার ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে স্থায়ী তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে।এছাড়া এই কমিশন উত্তেজনা বৃদ্ধির মূল কারণ খতিয়ে দেখবে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এবং ফিলিস্তিনের অনুরোধে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।এটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইসরায়েলবিরোধী ঘোরের আরেকটি লজ্জাজনক উদাহরণ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে হামাস।