কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পের দুই বাংলাদেশী শ্রমিককে কুপিয়ে আহত করেছে এক চাইনিজ কর্মকর্তা। আহতরা হলেন- প্রকল্পের শ্রমিক আব্দুল্লাহ (২৬) ও হায়দার (২৭)।বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রকল্পের কোন্ডা অফিসের ডরমেটরীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চাইনিজ নাগরিকের নাম মিষ্টার ও ওয়াং। তিনি ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পে ফোরম্যান হিসেবে কর্মরত।আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকদের বেতন-ভাতা মিষ্টার ও ওয়াং দিয়ে থাকেন। বৃহস্পতিবার আব্দুল্লাহ ও হায়দার তাদের বেতন আনতে ডরমেটরীতে ওয়াংয়ের কাছে গেলে ওয়াং তাদের বেতনের চেয়ে কম টাকা দিতে চান।এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হলে ওয়াং চাপাতি দিয়ে আব্দুল্লাহকে কোপ দেয় এতে আব্দুল্লাহর ডান হাতের তিনটি আঙুল কেটে যায়। হায়দার ওয়াংকে বাধা দিতে গেলে ওয়াং তাকেওকোপ দেয়।এতে তার কাধের নিচের অংশ পিঠে কোপ লাগে। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে আহতদের কাছ থেকে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




