বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি//তরুণীকে ভারতে নিয়ে যৌন নির্যাতন করে সেই ভিডিও ভাইরাল করার ঘটনায় আটক দুইজন বেঙ্গালুরু পুলিশের গুলিতে আহত হয়েছে।আজ ভোরে আটক ৬ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় দুইজন পালানোর চেষ্টা করলে পায়ে গুলি চালায় পুলিশ।বেঙ্গালুরুর এক পুলিশ কর্মকর্তা জানান, আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় বেঙ্গালুরুতে ৫ বাংলাদেশিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুইজন নারী। ছয়দিন আগে গণধর্ষণের ঘটনাটি ঘটে। পাচারের জন্য নির্যাতিতাকে ভারতে নেয়া হয়েছিল বলে ধারণা বেঙ্গালুরু পুলিশের।এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন নির্যাতিতার বাবা।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, নির্যাতনকারীদের মধ্যে একজনের ফেইসবুক আইডি থেকে পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তার নাম হৃদয় ওরফে “টিকটক হৃদয়”। বাকিরাও হাতিরঝিল এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য।




