ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোন বেনাপোল বন্দর প্রতিনিধি:- বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ১১টার সময় বেনাপোলের পুটখালি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নে পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে চোরাকারবারিরা অস্ত্রের একটি চালান নিয়ে অবস্থান করছে।এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।