মামুন রংপুর জেলা প্রতিনিধি// রংপুর মেডিক্যালে ভূয়া চালান দেখিয়ে অক্সিজেন সিলিন্ডার নিতে আসা ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় তিনটি ট্রাক জব্দ করা হয়।পুলিশ জানায়, বিকেলে সাঈদ হাসান নামে ট্রাকের এক চালক স্টোর ইনচার্জের কাছে চালান দেখিয়ে ফাকা অক্সিজেন সিলিন্ডার তিনটি ট্রাকে তুলতে বলেন। সিলিন্ডার গুলো মহাখালিতে রিফিলের জন্য যাবে বলে জানানো হয়। এসময় স্টোর ইনচার্জের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়।পরে পুলিশ এসে চালান দেখে সেটি ভূয়া বলে জানান। এসময় তিনটি ট্রাকসহ ৬ জনকে আটক করা হয়। জিঙ্গাসাবাদ শেষে জানা যাবে এই চক্রের সাথে কারা জড়িত বলে জানিয়েছেন পুলিশ।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফাঁকা অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব্যাপারে কোন নির্দেশনা দেয়া হয়নি।




