ফেসবুকে লাইভে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ, র‍্যাব বলেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বিকেল ৪টার দিকে র‍্যাব পরীমনির বাসায় অভিযানে যায়। পরীমনি এসময় ফেসবুকে লাইভে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সে’সময় তিনি টেলিফোনে “ডেইলি বাংলাদেশ টুডে” কে তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। র‌্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন ডেইলি বাংলাদেশ টুডে কে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে।বিকেল ৪টার দিকে সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্যরা বনানীতে পরীমনির বাসায় ঢোকার চেষ্টা করেন। লাইভে এসে পরীমনি জানান, পরিচয় নিশ্চিত হতে না পারায় তিনি বাসার দরজা খুলছেন না।বাসার নিচে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সাড়ে চারটার দিকে তিনি দরজা খুলে দেন।