জ্বীনের বাদশা’ সেজে প্রতারণা চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্টাফ রিপোর্টার:- অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘জ্বীনের বাদশা’ সেজে প্রতারণা চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।বিভিন্ন সময়ে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে গত ৬ মাসে আনুমানিক ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে তারা। দুপুরে সিআইডির কার্যালয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জ্বীনের বাদশা সেজে প্রতারণা করার বিষয়টি স্বীকার করে। জ্বীনের বাদশা সেজে মোহাম্মদ আল আমিন বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ কেবল নেটওয়ার্ক এর লোকাল চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে জটিল ও কঠিন রোগে আক্রান্ত অসুস্থ মানুষকে সুস্থ করা, বিদেশে যাওয়ার সুব্যবস্থা, দাম্পত্য কলহ দূর করা, বিবাহের বাধাঁ দূর করা, অবাধ্যকে বাধ্য করা, চাকুরিতে প্রমোশন, কম দামে স্বর্ণ ক্রয়সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করতো।সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মানুষ যোগাযোগ করলে মেয়ের কন্ঠ সেজে কথা বলে মানুষকে ফাঁদে ফেলে এবং পরবর্তীতে তাদের কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আত্মসাৎ করতো টাকা।