মতিন নাটোর জেলা প্রতিনিধি// নাটোরে ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের গাঁজার গাছ ও ১ কেজি ওজনের ভাং গাছসহ দুইজনকে আটক করেছে র্যাব।বুধবার (৪ আগস্ট) সকাল দিকে নাটোর জেলার সদর থানাধীন ফুলসর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজা ও ভাং গাছসহ দুই আসামিকে গ্রেপ্তার করে র্যাব। আটককৃতরা হলো: নাটোর সদর উপজেলার ফুলসর মধ্য পাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে ইউসুফ মিয়া (২৩) ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে মনির হোসেন (২৪)।র্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ফুলসর মধ্যপাড়া গ্রামে কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের গাঁজার গাছ (আসামিদের ভাষ্যমতে যার আনুমানিক মূল্য ১১ হাজার ৫০০ টাকা) এবং ১ কেজি ওজনের ভাং এর গাছ (যার আনুমানিক মূল্য ৪০০০ টাকা) সহ ওই দুইজন আসামিকে হাতেনাতে আটক করা হয়।র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধ গাঁজার গাছ উৎপাদন ও এর গাছের লতা পাতা ও ফুল বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




