আগস্টের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজির বেসরকারি এলপিজি’র দাম ৯৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// আগস্টের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজির বেসরকারি এলপিজি’র দাম ৯৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।নতুন মূল্য নির্ধারণের পর ১২ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়বে ১০২ টাকা। তবে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে আগস্ট মাসের জন্য এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।চলতি জুলাইয়ের ‘সৌদি সিপি’ অনুযায়ী এই দাম নির্ধারণ করেছে কমিশন। প্রতি কেজি এলপিজির দর মূসকসহ ভোক্তা পর্যায়ে এবার নির্ধারিত হয়েছে ৮২ টাকা ৭২ পয়সা। আর ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহারের জন্য অটোগ্যাসের মূসকসহ প্রতি লিটার দর নির্ধারণ হয়েছে ৪৮ টাকা ৭১ পয়সা। আন্তর্জাতিক বাজারে দর ওঠানামা করায় প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। এই নিয়ে পঞ্চম দফায় দর নির্ধারণ করা হলো এলপিজির।