টাঙ্গাইলে এক পরিবারের চারজনকে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বাড়িতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টার পাড়ার ওই বাড়িতে লাশ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“সেখানে একটি কুড়াল পাওয়া গেছে। হত্যাকাণ্ডে সেটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহতরা হলেন- মাস্টার পাড়ার গণি মিয়া, তার স্ত্রী, তাদের কলেজ পড়ুয়া ছেলে ও নয় বছর বয়সী মেয়ে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে রেখেছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।