মতিন নাটোর জেলা প্রতিনিধি// নওগাঁয় তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অপরদিকে নওগাঁর কীর্তিপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিশুটির মা ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ মাহফুজার রহমান মিন্টু (৬০) নামে ওই ধর্ষণকারীকে গ্রেপ্তার করে।রোববার রাতে শহরের বিহারী কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। অপরদিকে নওগাঁর কীর্তিপুরে গত রাতে এক প্রতিবন্ধী নারী ধর্ষণ হয়েছে। এ ঘটনায় ধর্ষক বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) রাজিবুল ইসলাম জানান, গত ২রা আগষ্ট বিকেলে চকদেব পাড়া কলেজ পাড়ার একটি বাড়ির সামনে কয়েজন শিশুর সাথে খেলছিলো। এ সময় শিশুটিকে চকলেট খাওয়ানোর নাম করে বাড়ির ড্রয়িং রুমে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে।এ সময় শিশুটির ফুফু দেখে ফেললে ধর্ষণকারী ওই ব্যাক্তি পালিয়ে যায়। পরে শিশুটির মা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাদের দুজনকেই আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান তিনি।




