দৌলতপুরের চিলমারীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোঃ ফরিদুল ইসলাম (স্টাপ রিপোর্টার) : কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজার থাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু মৃত্যু হয়। নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল­ার ছেলে ও ঝুমা আক্তার মনি জামাদারের মেয়ে। বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজার থাক গ্রামের ছিদ্দিক মোল­ার ছেলে সিয়াম ও মনি জামাদারের মেয়ে ঝুমা আক্তার ডুবে যায়। একই এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।