অফিস খোলার প্রথম দিনেই ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৪ হাজার ৬০ পয়েন্টে। শরীয়াহ সূচকে বাড়ে প্রায় ৩১ পয়েন্ট এবং বাছাইসূচক ডিএসই থার্টি বাড়ে ৩৪ পয়েন্ট।

দীর্ঘ ছুটির পর বাজার চালু হওয়ার প্রথমদিন রোববার ডিএসইতে লেনদেন হয় ১৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ১৯৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

ছুটি শুরু হওয়ার আগে ব্যাপক দরপতন ঠেকাতে শেয়ারের নির্ধারিত ফ্লোর প্রাইস এখনো কার্যকর আছে। স্বাভাবিক সময়ের তুলনায় ১ ঘণ্টা কমিয়ে করোনা পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চালু রাখা হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে পুঁজিবাজার কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে ডিএসই ও বিএসইসি কর্তৃপক্ষও। বিনিয়োগকারীদের মোবাইল অ্যাপ বা বাসা থেকে ট্রেড প্রতিনিধির মাধ্যমে কেনাবেচা করায় উৎসাহিত করা হয়েছে।

প্রথমদিন লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠান ছিল স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো। এ তালিকার বেশিরভাগ প্রতিষ্ঠানই ছিল ওষুধ খাতের।