চতুর্থ বিয়ে করতে এসে ধরা পড়লো ডাক্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email


মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি (ঢাকা) :- ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকা থেকে বাল্যবিবাহ করার অপরাধে এক ডাক্তারকে আটক করেছে দোহার থানা পুলিশ।


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্ট্রেট এ এফএম ফিরোজ মাহমুদ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ডা. মো. আরিফুর রহমান বরিশাল সদর উপজেলার সদরের মো. সিয়ামের ছেলে। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মিটর্ফোড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০০৬ সালে নবজাতক ও শিশু বিভাগ থেকে এমবিবিএস পাশ করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় বাল্যবিবাহ হচ্ছে সংবাদ পেয়ে সেখানে গিয়ে মো. আরিফুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

তার সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ জানায় এর আগেও তিনি দোহার ও বরিশালে তিনটি বিয়ে করেছেন। এটি তার ৪র্থ বিয়ে ছিলো।