শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নাচবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হাসানুজ্জামান হাসান বিশেষ প্রতিবেদক:- সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নাচবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গেও নাচবেন তিনি।আসছে ৩রা ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল।

সেখানে উপভোগ করা যাবে ফারিয়ার নাচ। নুসরাত ফারিয়া বলেন, ‘শারজার স্টেডিয়ামের নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে আমি পারফর্ম করব ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই উড়াল দেবো। আশা করি দারুণ একটা সময় কাটবে।’উল্লেখ্য, উপস্থাপক থেকে এখন পুরোদস্তুর নায়িকা নুসরাত ফারিয়া।

গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আয়োজনে তৃতীয় গান ‘হাবিবি’।