সিলেটে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় কোর্ট ইন্সপেক্টর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা. ওমর সিলেট বিভাগীয় সংবাদদাতা// আদালতপাড়ায় নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়লেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।

বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

পুলিশ সুত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢুকে আলো জ্বালালে ছুটিতে থাকা এক নারী কনস্টেবল ও প্রদীপ দাসকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা।

পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে আদালতের দায়িত্বশীল সহকারী পুলিশ কমিশনার তদন্তে গিয়ে এর সত্যতা পান। তার তদন্তের পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজ করে পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ওই নারী কনস্টেবলের ছুটি বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।