জাল ভিসা প্রস্তুতকারী চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আরিফ আহমেদ// জাল ভিসা প্রস্তুতকারী চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার রাজধানীর শান্তিবাগ ও গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আব্দুল মান্নান (৬৬), আতাউর রহমান (৫০)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে ১০টি বাংলাদেশি পাসপোর্ট, ১৪টি এয়ার টিকিট, জাল স্টিকার, ২টি ক্যাসিনো কার্ড, ১টি বিটকয়েন এবং সিমসহ ভিসা জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, চক্রটির নিয়োগকৃত প্রতিনিধিদের মাধ্যমে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে এমন লোকদের টার্গেট করে ফাঁদে ফেলে তারা। এরপর সুইডেন, দক্ষিণ কোরিয়া ও নেপালসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে মোটা অংকের টাকার চুক্তি করত। চূক্তিকৃত টাকার কিছু অংশ হাতে আসলে তাদের মেডিকেল পরীক্ষার জন্য প্রথমে জনপ্রতি ১০ হাজার ৫০০ টাকা করে নেয়া হতো। পরে চক্রটি তাদের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে ভূয়া মেডিকেল করাতো।

মেডিকেলের জন্যও তারা অতিরিক্ত টাকা আদায় করত।সবশেষে তারা বিভিন্ন দেশের দূতাবাসে পাসপোর্ট জমা দেয়ার কথা বলে চুক্তির বেশিরভাগ টাকা হাতিয়ে নিত।

পরে তারা জাল ভিসার স্টিকার তৈরি করে পাসপোর্টে লাগিয়ে হস্তান্তর করত। গ্রাহক পাসপোর্ট ফিরে পেলেও বিদেশে আর যাওয়া হয় না। চক্রটি বিভিন্ন এয়ারের টিকেট প্রস্তুত করে চুক্তির সব টাকা হাতিয়ে নিত।