নসিক নির্বাচন আইভীর মনোনয়নে আনন্দ মিছিল, অসুস্থ আওয়ামী লীগ নেতা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি// আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনে হায়াৎ আইভী।

এদিকে আইভী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া জানান, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান ডা. সেলিনা হায়াত আইভী। মনোনয়ন পাওয়ার খবর পেয়েই বর্তমান মেয়রের পক্ষে আনন্দ মিছিল বের করে তার সমর্থকরা।

মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর আলম। পরে তাকে সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক সেবা দেন। বর্তমানে তিনি সুস্থ এবং নিজ বাসায় রয়েছেন।