চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় ট্রাফিক পুলিশসহ নিহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসমান চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা// চট্টগ্রামের খুলশীর ঝাউতলা এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা পড়েছে ডেমু ট্রেনের উপর।

এ ঘটনায় ট্রাফিক পুলিশসহ তিনজন নিহত হয়েছেন।শনিবার সকাল পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।শনিবার সকাল নয়টা পনেরো মিনিটে নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।

১০টা পঁয়তাল্লিশ মিনিটে খুলশী রেলগেইট এলাকায় আসার পর রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা বাস এবং সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয় আটজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয়দের অভিযোগ ট্রেন আসার সময় গেইটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরো কঠোর ভূমিকা নেয়ার দাবি জানান এলাকাবাসী।