মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// হাইকোটের নির্দেশে প্রায় দশ বছর পর নিজেদের মাকে ফিরে পেতে যাচ্ছে সন্তানরা।
অবৈধ পন্থায় মাকে আটকে রাখার ঘটনায় প্রতিকার ও দেখার অনুমতি দেয়ার নির্দেশনা চেয়ে এক ভাই ও দুই বোনের পক্ষে আইনজীবীর করা রিটের শুনানি শেষে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর মিরপুর আরামবাগ এলাকার বাসিন্দা বৃদ্ধা আছিয়া আক্তারের চার সন্তান। দুই ছেলে ও দুই মেয়ে। তিনি বড় ছেলের কাছে থাকছেন। তবে অন্য সন্তানদের দাবি, তাদের মাকে বড় ছেলে আটকে রেখেছেন এবং অন্য ছেলেমেয়েদের মায়ের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার সুযোগ দিচ্ছেন না।
এই নিয়ে অন্য সন্তানদের পক্ষে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইমাম।বৃহস্পতিবার রিটের শুনানি শেষে ব্যারিস্টার তৌফিক ইমাম বলেন, তিন ভাই-বোনকে তাদের মায়ের সঙ্গে কোনোভাবেই দেখা করতে দেয়নি বড় ভাই। মায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাদের গেট থেকে বের করে দেয়া হতো।
এখন এই রায়ের ফলে তারা তাদের মাকে ফিরে পাবে ।উল্লেখ, ২০১১ সালের মে মাসের পর থেকে বড় ছেলে অন্য সন্তানদের কাছ থেকে মাকে বিচ্ছিন্ন করে রেখেছিল।




