দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া) :- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন।

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি মো.টিপু নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা মো.কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নুরুল ইসলাম প্রমুখ।

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়। আলোচনা শুরুর পূর্বে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় সর্বস্তরের মুক্তিযোদ্ধা, শিক্ষক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এরআগে সকাল ৯টায় উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের নিয়ে ,১০টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহর পক্ষে আ’লীগের নেতৃবৃন্দ ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড.শরিফ উদ্দিন রিমন দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।