শিল্পী আরা মাগুরা জেলা প্রতিনিধি:- মাগুরা-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই বাসযাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাগুরা-নড়াইল মহাসড়কের পাঁজাখোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম নবী মোল্ল্যা (৭০) চাঁদপুর গ্রামের সব্দুল মোল্যার ছেলে ও বাবুর আলী বিশ্বাস (৬০) একই গ্রামের মৃত কাদের বিশ্বাসের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, মাগুরার উদ্দেশে মহম্মদপুর থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে চাপা পড়লে বাস যাত্রী গোলাম নবী, বাবুর আলী ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় শারমিন, রাশিদা, নুর ইসলাম, মারুফ, রেজাউল ইসলাম, নুসরাত, মজিদ বাচ্চুসহ ২০ জন আহত হয়।
আহদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে।নিহতদের স্বজন রফিক খান জানান, আত্মীয়ের জানাজার নামাজে শরিক হতে গোলাম নবী ও বাবুর আলী মাগুরা পারলা গ্রামে আসছিল। পথিমধ্যে বাস দুর্ঘটনায় তারা মারা যায়।




