কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// বিজয় দিবসের অনুষ্ঠানে ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিশৃঙ্খলার ঘটনায় যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে শোকজ করার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয় দলের শীর্ষ পর্যায় থেকে।এর আগে, বিজয় দিবসে ধানমণ্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিশৃঙ্খলা শুরু করে যুব মহিলা লীগের কর্মীরা। প্রচণ্ড ভীড়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকও শ্রদ্ধা জানাতে সামনে আসতে পারছিলেন না।
এসময় তাদের থামাতে হিমসিম খান স্বেচ্ছাসেবকরা। শুক্রবার ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সভায় বিষয়টি আলোচনা হয়। এরপরই সাবিনা আক্তার তুহিনকে শোকজ করার নির্দেশ দেয়া হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, এরকম ঘটনাগুলো আমাদের কারও কাছেই কাম্য নয়। এ ধরনের ঘটনা নিন্দনীয়। এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।




