ওসমান চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা// বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব।
এসময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার রাত ২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন: মো. নাঈম, মো. আসাদুজ্জামান নুর ও ফাতেমা বেগম।
র্যাব জানায়, ফাতেমাকে হাটহাজারী থেকে আটক করা হয়েছে, বাকি দুজনকে ঢাকা থেকে। আসামিরা ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে অর্থ উপার্জনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আটক করে রাখে।
৩ জনই মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য।তারা একে অপরের সহায়তায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সরলতা, দারিদ্রতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে পাচার করে আসছিল বলে জানায় র্যাব।




