নারায়ণগঞ্জে চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার তিন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রনি আহমেদ// নারায়ণগঞ্জের মদনপুরে চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মদনপুর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো: কিশোরগঞ্জের মিঠামইয়নের নূরুল হক, রূপগঞ্জের চনপাড়ার মো. বুলেট ও বরগুনার মো. শান্ত। তদের মধ্যে নুরুল হক বাসটির চালক, বুলেট হেলপার ও শান্ত সুপারভাইজার।

পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে যাত্রাবাড়ি টু গাউছিয়া সড়কে চলাচলরত মুক্তিযোদ্ধা পরিবহণ নামের একটি বাসে ওঠেন ওই নারী। বাসের অন্য যাত্রীরা কাঁচপুরে নেমে গেলে বাসটি মদনপুরে যাওয়ার আগেই গেট লাগিয়ে দেয় হেলপার। এরপর চালক, সুপারভাইজার ও হেলপার পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। পরে বাসটি মদনপুরে থামিয়ে ওই নারীকে রেখে চলে যায়।

পুলিশরে পক্ষ থেকে আরও জানানো হয়, নির্যাতনের শিকার ওই নারী ৯৯৯ ফোন করে ঘটনা জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করে। জব্দ করা হয়েছে বাসটিও। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।